পুলিশকে ফ্রি সবজি না দেয়ায় শিশু কারাগারে!

0
304

খবর ৭১ঃবাঘে ছুঁলে আঠারো ঘা, আর পুলিশে ছুঁলে? গত তিন মাস ধরে জেলে রয়েছে ভারতের পটনার এক দরিদ্র সবজিওয়ালার ছেলে।

পুলিশ বিনা পয়সায় সবজি চেয়েছিল। কিন্তু সে রাজি হয়নি। পুলিশ ফ্রি সবজি না দিয়ে মুখের ওপর সে ‘না’ বলেছিল।

স্থানীয় সংবাদপত্রের দাবি, সেই অপরাধে তাকে গ্রেফতার করে কারাগারে চালান করে দেয়া হয়।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি অস্বস্তিতে পড়ে গিয়েছে বিহারের নীতীশ কুমার প্রশাসন।

বিহার পুলিশের বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয়। রাজ্যে মদ নিষিদ্ধ হলেও বেআইনি মদ ব্যবসায়ীদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। পুলিশের প্রায় ২৫০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

জানা গিয়েছে, সবজি মালিকের ছেলেকে গ্রেফতারের ঘটনায় নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা শুরু হয়েছে। তাদের দাবি, মোটরবাইক চুরির সঙ্গে যুক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

অন্যদিকে সবজি মালিকের অভিযোগ, গত ২০ মার্চ ছেলে বাড়ি না ফেরায় তিনি পুলিশের কাছে অভিযোগ করতে গিয়েছিলেন। সেখানে জানতে পারেন, ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

আধার কার্ড দেখিয়ে বাবার দাবি, তার ছেলে নাবালক। বয়সমাত্র ১৪। তাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। যদিও আধার কার্ডের বয়স মানতে রাজি নয় পুলিশ। তাদের বক্তব্য, গ্রেফতারকৃতের বয়স অন্তত ১৮। সংবাদমাধ্যম বিষয়টি সামনে আনায় অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছে নীতীশ কুমার প্রশাসন। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here