পুরুষদের মাথায় টাক বিরল নয়, রইল তিন ঘরোয়া টোটকা

0
604

খবর৭১ঃ একটা বয়স পেরোলেই পুরুষরা টাকের সমস্যায় ভুগতে শুরু করেন। মাথার সামনের দিকে বা মাঝখানে চুল পাতলা হতে থাকে। এক সময়ে টাক পড়ে যায়। বিশেষ করে যাঁরা হেলমেট পরে দু’চাকা চড়েন, তাঁদের আগে টাক পড়ে। কিন্তু এই সমস্যা থেকে বাঁচারও রয়েছে বিশেষ কিছু উপায়। জেনে নিন কয়েকটি ঘরোয়া টোটকা।

• ১ গ্লাস পানি একটি পাত্রে নিয়ে ফোটান। পানি ফুটে উঠলে এতে ২টি জবাফুল দিয়ে ৩-৪ মিনিট সিদ্ধ করুন। হয়ে গেলে সেই পানি ছেঁকে নিয়ে ঠান্ডা করে, তাতে লেবুর রস মিশিয়ে নিন। চুল শ্যাম্পু করার পরে এই মিশ্রণটি মাথায় লাগিয়ে নিন। জবা ফুলের রস চুলের গোড়ার জন্য উপকারী।

• তিন গ্লাস পানিতে ১০টি নিমপাতা ফোটান। পানি ফুটে গেলে ঠান্ডা করুন। তার পরে চুলের গোড়ায় ভাল করে মিশ্রণটি লাগিয়ে নিন। সপ্তাহে দু’বার ব্যবহার করুন।

• অলিভ অয়েল গরম করে নিন। এর পরে এতে ২ চামচ মধু এবং ১ চামচ দারচিনি গুঁড়ো ভাল করে মেশান। মিশ্রণটি ভাল করে চুলের গোড়ায় লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে নিন। শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই টোটকা ব্যবহার করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here