পুনঃতফসিলের দাবিতে ভিসির কার্যালয়ে ৫ প্যানেলের অবস্থান

0
429

খবর৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জন করে পুনরায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণার দাবিতে ফের উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি প্যানেল।

প্যানেলগুলো হলো- কোটা সংস্কার আন্দোলনকারীদের জোট, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট সমর্থিত, ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেল।

বুধবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্যানেলগুলোর নেতাদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। এরপর মিছিলটি ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের কাছে তাদের দাবি তুলে ধরে একটি স্মারকলিপি দেন।

এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এজিএস প্রার্থী ফারুক হোসেন বলেন, প্রহসনের নির্বাচন মানি না, মানবো না। পুননির্বাচনের জন্য তিনদিনের মধ্যে পুনঃতফসিল ঘোষণা করতে হবে। আমাদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here