পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারালো ৪ কিশোর

0
338
  খবর৭১:  চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভাধীন ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া শুকু কাউন্সিলারের বাড়িতে পানিতে পড়ে একই বাড়ির সহোদর ভাইসহ চার কিশোরের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ওই বৈষ্ণব বাড়ির দিঘীতে লাশ ভেসে থাকতে দেখে শুকু কাউন্সিলার বাড়ির ইউসুপের ছেলে ফজর নামাজের অজু করতে গিয়ে মৃতদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করেন। চিৎকার শোনে বাড়ির লোকজন জড়ো হয়ে পুকুর থেকে লাশগুলো উদ্ধার করেন।
নিহতেরা হলো-ওয়াসিমের ছেলে রাহুল (১১), শামিম (১০), আহসান হাবিবের ছেলে রায়হান (১০), শাহরাস্তির নজরুল ইসলাম নাজির ছেলে লিয়ন (০৯)। লিয়ন নানার বাড়িতে থাকতো।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে চার কিশোর দিঘিতে গোসল করতে নামে। পরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ জন্য হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের মৃতদেহ বাড়ির পুকুরে ভেসে উঠতে দেখা যায়। তারা আরো জানান, নিহতেরা সবাই সাঁতার জানতো।
প্রত্যেকদর্শীরা জানান, সোমবার দুপুরে ৪ কিশোর ওই পুকুরে গোসল করতে নেমেছিল। তাই অনেকের ধারণা ছিল, গোসল করে তারা অন্য কোথাও চলে গেছে। তাই বাজারে মাইকিং করা হয়েছে।
ওয়ার্ডের কাউন্সিলর মো. শুকু মিয়া জানান, ৪ কিশোর হাজীগঞ্জ বাজারে বিভিন্ন সময় হকারী কাজ করতো। সোমবার দুপুর থেকে তারা নিখোঁজ হয়।
মৃতদেহ উদ্ধারের পরপরই ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। তিনি নিহতের পরিবারদের সহমর্মিতা জানান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর দ্রুত ঘটনা স্থলে যাই। ৪ কিশোরই পানিতে পড়ে নিহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here