পিয়াজের দাম বৃদ্ধিতে মন্ত্রীর বিরুদ্ধে মামলা

0
677

খবর৭১ঃ পিয়াজের দাম বাড়তে বাড়তে এবার তা ভারতের কোথাও কোথাও তা ২০০ রুপি ছুঁতে চলেছে। পিয়াজ ইস্যুতে ভারতে সরকারবিরোধীদের আক্রমণের মুখে অস্বস্তিতে নরেন্দ্র মোদি সরকার। এবার সেই ঝাঁজ গড়িয়েছে আদালতে।

ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাশ পাসোয়ানের বিরুদ্ধে বিহারের এক আদালতে পিয়াজের মূল্যবৃদ্ধি ইস্যুতে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এতে ভারতের খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে পিয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ‘প্রতারণা ও বিভ্রান্ত করার’ অভিযোগ আনা হয়েছে। মুজ্জাফ্ফরপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলাটি করেছেন এম রাজু নায়ার নামে এক সমাজকর্মী।

নায়ার নামে সেই মামলাকারী বলেন, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী হিসেবে পিয়াজের দাম নিয়ন্ত্রণ করা দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মোদি সরকারের এই মন্ত্রী। এ কারণে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। আগামী ১২ ডিসেম্বর মামলার শুনানির দিন স্থির করেছেন বিচারক মৌর্য কান্ত তিওয়ারি। এদিকে, কলকাতায় পিয়াজের দাম উঠছে কেজি-প্রতি ১২০ থেকে ১৩০ রুপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here