পিরোজপুরে আ. লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৬ নেতা বহিষ্কার

0
396

খবর ৭১: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে মহাজোট প্রার্থীর লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী হয়ে হয়ে মাঠে প্রচার-প্রচারণা চালোনোর অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার দলের বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অভিযুক্ত ছয় নেতাকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্র বরাবরে চিঠি পাঠানো হয়েছে। সাময়িক বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী মো. আশরাফুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. এমাদুল হক খান, সহসভাপতি মো. আরিফ উল হক, উপজেলা সম্পাদকমন্ডলীর সদস্য মো. জাহিদ উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন খান ও বিদ্রোহী প্রার্থীর আপন ভাই উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ। তাদের চূড়ান্ত বহিষ্কারের জন্য সুপারিশসহ জেলা ও কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর আমাদের সময়কে জানান, মহাজোটের মনোনয়ন বঞ্চিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান দলীয় সিদ্ধান্ত না মেনে মহাজোটের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করে স্বতন্ত্র প্রার্থী হয়ে আপেল প্রতীক নিয়ে নির্বাচনী প্রাচরনায় মাঠে নামেন। তাকে সমর্থন দিয়ে দলের কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন।’

আজিজুল হক সেলিম মাতুব্বর আরও জানান, এ কর্মকাণ্ডকে সংগঠন বিরোধী হিসেবে বিবেচনা করে গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারামতে উপজেলা আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে সাময়িক বরখাস্ত করে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। কেন্দ্রকে জানানো হয়েছে। কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে আমরা সেভাবেই ব্যবস্থা নেব।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে এটা অগঠনতান্ত্রিক ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে করা হয়েছে। আমাদেরকে অগণতান্ত্রিকভাবে বহিষ্কার করা হয়েছে।’
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here