পাহাড় কাটার সময় মাটিচাপায় পাঁচজন নিহত

0
289

খবর৭১:  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় কাটার সময় মাটিচাপায় পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী মনজয়পাড়ার বড়ইতলী গ্রামে পাহাড় কাটার সময় মাটিচাপায় পাঁচজন নিহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করেন। হতাহত শ্রমিকদের উদ্ধারে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ইতলী গ্রামে রুপায়ন বড়ুয়ার নিয়োগকৃত শ্রমিকরা পাহাড় কাটার সময় দূর্ঘটনার কবলে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here