পারমাণবিক নিরস্ত্রীকরণে সহমত কিম

0
220

খবর৭১:বুধবার (১৯ সেপ্টেম্বর) নিজেদের মধ্যে বৈঠক শেষে মুন জানান, পারমাণবিক নিরস্ত্রীকরণে সহমত হয়েছেন তারা।

পিয়ংইয়ংয়ে চুক্তি স্বাক্ষরের পর মুন বলেন, কিম উত্তর কোরিয়ার তংচাং-রি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা, সম্পর্কিত দেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে, চিরতরে বন্ধ করে দিতে সম্মত হয়েছেন।

তিনি বলেন, তংচাং-রি’র পাশাপাশি কিম ইয়ংবিয়োন পারমাণবিক কেন্দ্রও বন্ধ করে দিতে সম্মত হয়েছেন। তবে এজন্যে যুক্তরাষ্ট্রকেও একটি ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানান, পারমাণবিক নিরস্ত্রীকরণ ছাড়াও দুই কোরিয়ার অভ্যন্তরীণ রেল সংযোগ, যুদ্ধের ফলে পৃথক পরিবারগুলোর পুনর্মিলন এবং স্বাস্থ্যসেবার ওপর সহযোগিতা করার পরিকল্পনা করছেন তারা।

বৈঠকে কিম ও মুন পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। কিম চুক্তিটিকে, কোরীয় উপদ্বীপে সামরিক শান্তি প্রতিষ্ঠার দিকে একধাপ এগিয়ে যাওয়া হিসেবে বর্ণনা করেন।

তিনি আরো জানান, তিনি অদূর ভবিষ্যতেই দক্ষিণ কোরিয়া সফর করতে পারেন।

এমনটা হলে তিনিই হবেন দক্ষিণ কোরিয়া সফরকারী প্রথম উত্তর কোরীয় নেতা।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here