পাবনায় তিন পুলিশ হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

0
291

খবর৭১: পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিজাম মণ্ডল ওরফে বড় নিজাম নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিজাম মণ্ডল ঢালারচরে আলোচিত তিন পুলিশ হত্যা মামলার এক নম্বর পলাতক আসামি। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বেড়া উপজেলার র্দুগম ঢালারচরের মালদারহাটে এ ‘বন্দুকযুদ্ধের’ঘটনা ঘটে।

নিহত নিজাম মণ্ডল বেড়া উপজেলার আমিনপুর থানার মিরপুর গ্রামের জিলাল মণ্ডলের ছেলে।

ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, ২টি গুলির খালি কার্তুজ ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার ফোর্স নিয়ে ঢালারচর এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের অবস্থান বুঝতে পেরে নিজাম ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশও পাল্টা গুলি চালালে নিজাম নিহত হন। এ সময় তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়। নিজামের মরদেহ ময়নাতদন্তের জন্য বেড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযানে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের বেড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহত নিজাম চরমপন্থী সন্ত্রাসী দলের দলনেতা এবং আন্তঃজেলা ডাকাতদলের নিজাম বাহিনীর প্রধান ছিলেন।

এছাড়াও ২০১০ সালে ঢালারচরের ৩ পুলিশ হত্যা মামলার তিনি প্রধান আসামি। তার বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলায় ৭টি খুন ও ২টি অপহরণ মামলা রয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here