পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পে ৬৭ জনের প্রাণহানি

0
300

খবর৭১:পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ৬৭ জনের প্রাণহানি ঘটেছে। হারিয়েছে।
দেশটির প্রত্যন্ত একটি দ্বীপে গত সপ্তাহে এ ভুমিকম্প সংঘটিত হয়। সোমবার রেডক্রস একথা জানিয়েছে।
গত সপ্তাহের ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৭.৫। সেখানে হাজারো লোক গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া দ্বীপটিতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

গত সপ্তাহের ভূমিকম্পের পর সোমবার ভোরে ৬ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প সংঘটিত হয়। এতে দক্ষিণ হাইল্যাণ্ডস, ওয়েস্টার্ন, এনগা ও হেলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে।

পাপুয়া নিউগিনির রেডক্রসের কান্ট্রি হেড উদয় রেগমী বলেন, ‘গত সপ্তাহের ভূমিকম্পে ৬৭ জন প্রাণ হারিয়েছেন। পাপুয়া নিউগিনির ‘ন্যাশনাল ডিজাস্টার সেন্টার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম’ আমাদের একথা জানিয়েছে।

তিনি বলেন, ‘ওই ভুমিকম্পে প্রায় ১ লাখ ৪৩ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে ১৭ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here