পানি বেড়ে যাওয়ায় পাথর শ্রমিকদের মাথায় হাত

0
366

খবর ৭১ঃ ” বাংলাদেশের পাথরের খনি নামে পরিচিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা । সর্ব উত্তরের সীমান্তবর্তী উপজেলায় তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা পর্যন্ত ভারতের সীমানা ঘেষে বহমান মহানন্দা নদী। আর এই মহানন্দা নদী গরীবের নদী নামে রুপ ধারন করছে কারণ হলো এই মহানন্দা নদীর বুকে রয়েছে ছোট বড় অনেক পাথর, যা মানুষের আহার জুটায় ।রাত পোহালে সকাল হলেই হাজার হাজার মানুষ নেমে পরে জীবিকার তাগিদে নদীতে। সকাল বেলা দল বেধে হাজার হাজার পাথর শ্রমিক হাতে টিউব, ঢাকী ও কোদাল নিয়ে নেমে মহানন্দা নদীতে সারা দিন জীবিকার তাগিদে,সংসার ও কিস্তির জালা মাথায় নিয়ে পাথর তোলেন । আর দিন শেষে পাথর তোলে যা আয় করে তা দিয়ে কোন রকম চলে পাথর শ্রমিকদের পরিবার। কিন্তু কয়েক দিন যাবত ভারী বৃষ্টি বর্ষনের ফলে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে । আর পানি বৃদ্ধি হওয়ার ফলে শ্রমিকরা নদীতে নামতে পারছে না । ফলে হাজার হাজার পাথর শ্রমিক বেকার সময় পার করতেছে। কাজ না থাকায় শ্রমিকদের পরিবারে নেমে এসেছে কালো ছায়া। ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছে হাজার হাজার পাথর শ্রমিক। শ্রমিকরা জানান” তাদের জীবিকা চলে নদীর উপরে ভরসা করে। কিন্তু নদীর পানি বেড়ে যাওয়ায় তারা নামতে পারছে না নদীতে। অভাবে কাটছে তাদের দিন । এভাবে পানি বৃদ্ধি পেলে তাদের সংসার চালাতে কষ্ট হবে বলে জানান। তেঁতুলিয়ায় পাথরের উপরে নির্ভর করে চলে হাজারো শ্রমিকের জীবিকা। বিভিন্ন আকৃতির পাথর নদী থেকে উত্তোলন করার পর তা বাছাই করা হয় এবং বাছাই করার পর তেঁতুলিয়ার এই পাথর দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়। পাথর উত্তোলনের পর এসব কাজের জন্য প্রয়োজন হয় অনেক শ্রমিক, বৃষ্টির কারনে কাজ করতে পারছে না তারা।ফলে হাজার হাজার শ্রমিক আজ দিশাহারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here