পানির স্বাদ বাড়াতে যা করতে পারেন

0
348

খবর৭১ঃ আমাদের শরীরে পানির চাহিদা সারা বছর একই থাকে না। গরমের সময়টায় অনেক বেশি পান পান করা প্রয়োজন, অন্য সময়ের তুলনায়।
এসময় গরমে ঘাম হয় বেশি, শরীর ক্লান্ত ও পানি শুন্য হয়ে যায় সহজেই। তাই ‍সুস্থ থাকতে বেশি বেশি পান পান করতে হয়। অনেকেই আবার পানি পান করতে চান না। এমনিতে পানি পান করতে যদি সমস্যা হয়, তবে পানির স্বাদ একটু বাড়িয়ে নিতে পারেন। এতে করে পানি পান করা সহজ হবে।

কীভাবে পানির স্বাদ বাড়াতে পারবেন জেনে নিন:

মধু মিশিয়ে
পানির সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করুন। এতে শরীরের পানি শুন্যতার পাশাপাশি রোগ প্রতেরোধ ক্ষমতাও বাড়বে। ত্বক ভালো থাকবে এবং ওজনও নিয়ন্ত্রণ হবে।

শশা
ফ্রিজে শশা কেটে বা ব্লেন্ড করে রেখে দিন। পানির মধ্যে এক টুকরো শশার বরফ বা কয়েক টুকরো শশা দিয়ে পান করুন। মুহূর্তেই ক্লান্তি দূর হয়ে থাকবেন সজীব ও সতেজ।

লেবু
এক গ্লাস পানিতে এক টুকরো লেবুর রস মিশিয়ে নিলেই আপনার পানি অনেক বেশি টেস্টি হয়ে যাবে।

কাঁচা আম
গরমের আশির্বাদ ফলের রাজা আম। কাঁচা হোব বা পাকা সব অবস্থায় ফলটি মজার এবং উপকারী। শশার মতো কাঁচা আম মিশিয়ে পানিতে ভিন্ন স্বাদ আনতে পারেন খুব সহজে।

আদা বা পুদিনা পাতা মিশিয়েও পানি পান করতে পারেন এই গরমে।

এই পানীয়গুলো আমাদের শরীরে
• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে

• শরীরের টক্সিন বের করে দেয়

• ত্বক পরিষ্কার করে তোলে

• ওজন কমাতে সাহায্য করে

• হার্টকে সুস্থ রাখে।

তবে আর যা দিয়েই পানিকে স্বাস্থ্যকর ও টেস্টি করেন, চিনি কিন্তু দেবেন না।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here