পাথর ছোড়ার অভিযোগে ছয় মাস কারাগারে, অবশেষে জামিন

0
290

খবর ৭১:ভারত-নিয়ন্ত্রীত কাশ্মীরের এক ফটো সাংবাদিক ছয় মাস কারাগারে আটক থাকার পর বৃহস্পতিবার নয়াদিল্লির আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।

পাথর ছোড়া ও ভারতের বিরুদ্ধে লড়াইয়ের অভিযোগে কামরান ইউসুফ নামের ওই ২২ বছর বয়সী সাংবাদিককে গ্রেফতার করা হয়েছিল।-খবর আল জাজিরার।

তার মা রুবিন তাহসিন বলেন, তার ছেলে ঘরে ফিরে আসায় তিনি খুবই আনন্দিত। তার কোনো অপরাধ নেই। ছেলের চিন্তায় গত ছয় মাস ধরে একটা রাতও আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি।

গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ানায় কাজের জন্য বের হওয়ার পর ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তাকে আটক করে নিয়ে যায়।

২০১৬ সালে দেশটির সেনা বাহিনীর হাতে এক বিচ্ছিন্নতাবাদী নেতা নিহত হওয়ার প্রেক্ষাপটে গত বছরে নতুন করে বিক্ষোভ দেখা দিয়েছিল।

১৯৮৯ সাল থেকে শুরু হওয়া সশস্ত্র বিদ্রোহে ৭০ হাজারের মতো মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে ২১ জন সাংবাদিকও রয়েছেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট জানিয়েছে, কাশ্মীরের সাংবাদিকরা মৃত্যুর পরোয়ানা পকেটে নিয়ে চলাফেরা করেন। সংঘাতের বিভিন্ন পক্ষ তাদের হুমকি ও ভীতিপ্রদর্শন করে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here