পাটগ্রামে বিএসএফের গুলি: অবশেষে ফেরত এলো সেই বাংলাদেশির লাশ

0
554

খবর ৭১ঃ লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তের ওপারে গুলিতে নিহত বাংলাদেশি আশাদুলের (২৯) লাশ অবশেষে ফেরত দিয়েছে বিএসএফ।

সোমবার সকাল ১০টার দিকে ভারতীয় কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার এসআই সুবাস চন্দ্র রায় পাটগ্রাম থানার এসআই জিল্লুর রহমানের কাছে তার লাশ হস্তান্তর করেন।
নিহত আশাদুল পাটগ্রামের বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
এর আগে শনিবার ভোরে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত হন আশাদুল।
এ সময় কোচবিহারের রানীনগর ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি বিএসএফের কোম্পানি কমান্ডার দীর্পক জয় সোয়াল ও রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝারা কোম্পানি সদরের কমান্ডার নায়েক সুবোদা শাহ মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাটগ্রাম থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, নিহত আশাদুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে পাটগ্রামের নবীনগর এলাকার আশাদুল ইসলমাসহ একদল বাংলাদেশি ডাঙ্গাটারী মেছেরঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যায় গরু আনতে। সেখানে তারা ভারতীয় ব্যবসায়ীদের সহযোগিতায় গরু নিয়ে শনিবার ভোরে ওই সীমান্তের ৮০২ নম্বর মেইন পিলারের ১০ নম্বর উপপিলারের পাশ দিয়ে ফিরছিলেন।
এ সময় ভারতের কোচবিহার ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করার পাশাপাশি গুলি ছোড়ে। এতে ওই দলের অন্যান্য সদস্যরা পালিয়ে বাংলাদেশ ফিরলেও বিএসএফের ছোড়া গুলিতে ঘটনাস্থলে আশাদুল নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে আশাদুলের লাশ বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এনিয়ে গত শনিবার বিকালে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকে আশাদুলের নিহতের বিষয়টি স্বীকার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর সোমবার সকালে অবশেষে ভারতীয় থানা পুলিশের মাধ্যমে পাটগ্রাম থানা পুলিশের কাছে আশাদুলের লাশ হস্তান্তর করা হয়।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here