পাটকেলঘাটা থানার ওসির হার্ট স্ট্রোকে মৃত্যু : শোক প্রকাশ

0
352

সেলিম হায়দার তালা প্রতিনিধি :
ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে ফরিদপুর জেলা বাসস্ট্যান্ডে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করলেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। বুধবার সকাল ১০টার দিকে ফরিদপুর জেলা বাসস্ট্যান্ড এলাকায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। রিয়াজুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাটফাজিলপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম ঈদের ছুটি শেষে কর্মস্থল পাটকেলঘাটায় ফেরার পথে সকাল ১০টার দিকে ফরিদপুর বাসস্ট্যান্ডে বাসে ওঠার সময় হঠাৎ স্ট্রোকের কবলে পড়েন। তাকে চিকিৎসার জন্য ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিয়াজুল ইসলাম স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রিয়াজুল ইসলাম ১৯৯৭ সালে আউট সাইড ক্যাডেট (এসআই) পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১০ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পান। তিনি চলতি বছরের ২৬ এপ্রিল হতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে পাটকেলঘাটা থানাসহ সাতক্ষীরা জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় শোকসনতপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, ওসি ডি আই অন আজম খান, ওসি ওয়াস মিজানুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে পাটকেলঘাটা থানার ওসির অকাল মৃত্যুতে তালা প্রেসক্লাব ও তালা নিউজ পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here