পাকিস্তান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সঙ্কটে!

0
291

খবর ৭১ঃ তবে কি কূটনৈতিক সঙ্কটের লড়াই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে! অনলাইন জি নিউজে প্রকাশিত একটি রিপোর্টের প্রেক্ষিতে এমন প্রশ্ন সামনে চলে এসেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানি কূটনীতিকদের সফর শুক্রবার থেকে সীমাবদ্ধ করেছে ওয়াশিংটন। এমন ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর জবাবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেবে। তারাও যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সফরে সীমাবদ্ধতা আরোপ করবে। পাকিস্তানের অনলাইন ডন নিউজ বলেছে, ইসলামাবাদ, লাহোর ও করাচিতে যুক্তরাষ্ট্রের যেসব কূটনীতিক আছেন তাদের ওপর সীমাবদ্ধতা আরো করার পরিকল্পনা নিচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ফেডারেল এডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াস (এফএটিএ)-এর মতো উচ্চ নিরাপত্তা বিষয়ক এলাকায় তাদের সফরকে নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, তাদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। এ জন্য নিরাপত্তা দিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে গত মাসেই রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে, ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাস বা অন্যান্য শহরে কনসুলেটগুলোতে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিকদেরকে স্ব স্ব স্থান থেকে ৪০ কিলোমিটারের বেশি দূরে চলাচল করায় ক্ষেত্রে বিধিনিষেধ দেয়া হতে পারে। নিউজার্সির ডেমোক্রেট কংগ্রেসম্যান ডনাল্ড নরক্রস বলেছেন, এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলোচনা করা। এভাবে যদি বিধিনিষেধ আরোপ করা হয় তাহলে তো আমরা আলোচনার পথ বন্ধ করে দিচ্ছি। আমার মনে হয় না এমনটা করা কোনো স্মার্ট কাজ হবে। বৃহস্পতিবার এ নিয়ে ভয়েস অব আমেরিকার সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত ইজাজ চৌধুরী। তিনি বলেছেন, আমার মতে এমন সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here