পাকিস্তান নিজের মৃত্যু নিজেই ডেকে আনছেঃ মোদী

0
367

খবর ৭১ঃ ম্যায় ভি চৌকিদার অনুষ্ঠানে বালাকোট হামলা থেকে মহাকাশে মিশন শক্তি নিয়ে বিজেপি সরকারের সমালোচনার জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলা প্রসঙ্গে মোদী বলেন, এবার এমন একটা জায়গায় জবাব দেওয়া হয়েছে যার থেকে প্রমাণ হয়েছে, পাকিস্তানে চরমপন্থীদের উপস্থিতির কথা। কতজন নিহত হয়েছে তা নিয়ে পাকিস্তান চিন্তিত নয়, তাদের দুশ্চিন্তার বিষয় হল যে, জঙ্গিদের উপস্থিতি-সক্রিয়তার সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে গিয়েছে। দুর্ভাগ্যের বিষয়, ভারতে আমার নিন্দাতে উৎসাহী যারা তারা পাকিস্তানকেই সাহায্য করছে।

অনুষ্ঠানে বেঙ্গালুরুর এক আইটি প্রফেশনাল রাকেশ প্রসাদ প্রশ্ন করেন, ‘ভারতে দীর্ঘদিন উন্নয়ন চলছে, কিন্তু ভারত কবে উন্নত দেশ হবে?’ তার এই প্রশ্নের উত্তরে মোদী বলেন, ‘এই প্রশ্নে একটা আকাঙ্খা লুকিয়ে আছে। সমৃদ্ধ দেশ হওয়ার মতো সমস্ত উপকরণ ভারতের কাছে রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতার একটা পরিবেশ আমি তৈরি  করেছি ভারতে, যাকে ধরে রাখতে হবে। আমরা অনেকটা সময় ভারত-পাকিস্তান বিষয় নিয়ে নষ্ট করেছি। পাকিস্তান নিজের মৃত্যু নিজেই ডেকে আনছে, তাকে নিয়ে ভাবতে হবে না। ভারতকে এগিয়ে যেতে হবে, শুধুমাত্র এই বিষয়েই জোর দিতে হবে।’

এর পাশাপাশি মোদী আরও বলেন, পাকিস্তান হয়ত মনে করছে, ‘মোদী নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে তাই হয়তো কিছু করবে না। কিন্তু আমার জন্য নির্বাচন প্রথমে নয়, দেশ সবার আগে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here