পাকিস্তান কাশ্মীরকে চায় না:ক্রিকেটার শহীদ আফ্রিদি

0
298

খবর৭১:পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি সম্প্রতি কাশ্মীরের স্বাধীনতা চেয়ে ভারত ও পাকিস্তান উভয় দেশেরই রোষানলে পড়েছেন। এক ভিডিওতে দেখা যায় তিনি মন্তব্য করেছেন পাকিস্তান কাশ্মীরকে চায় না।

তার বদলে তাদের স্বাধীন হতে দিন।
লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে পাক শিক্ষার্থীদের উদ্দেশে নিজের দেশকে নিয়ে করা ৩৮ বছর বয়সী আফ্রিদি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি বলছি, কাশ্মীরকে চায় না পাকিস্তান। তবে এটা ভারতকেও দেয়া যাবে না। কাশ্মীরকে স্বাধীন হতে দিন। এতে অন্তত মানবতা বাঁচবে। মানুষকে মরতে দেয়া যাবে না…পাকিস্তান কাশ্মীরকে চায় না…এমনকি চারটি প্রদেশকেও পরিচালনা করতে পারে না পাকিস্তান। ’

আফ্রিদি বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানবতা। সেখানে মানুষ মারা যাচ্ছে, এটা কষ্টকর।যে কোনো মৃত্যুই কষ্টের, তা যে সম্প্রদায়েরই হোক না কেন। ’

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here