পাকিস্তান ও ভারতকে পেছনে ফেলে অনেক এগিয়েছে বাংলাদেশ

0
324

খবর৭১:সুষম প্রবৃদ্ধি ও উন্নয়ন প্রতিবেদন-২০১৮’ শীর্ষক একটি প্রতিবেদন গত শুক্রবার প্রকাশ করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর সুষম উন্নয়ন সূচকে পাকিস্তান ও ভারতকে পেছনে ফেলে অনেক এগিয়েছে বাংলাদেশ।

বিশ্বের উন্নয়নশীল অর্থনীতির ৭৯টি দেশ নিয়ে করা হয়েছে ওই তালিকা। সেই তালিকায় ভারত রয়েছে ৬২ নম্বরে এবং পাকিস্তানের অবস্থান ৪৭। অথচ ৩৮তম অবস্থানে রয়েছে লাল সবুজের বাংলাদেশ।

এই তালিকা তৈরির ক্ষেত্রে ডব্লিউইএফ লক্ষ রেখেছে, জীবনযাত্রার মান, পরিবেশগত স্থিতিশীলতা ও ঋণ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার বিষয়টি।

তালিকার শীর্ষে রয়েছে নরওয়ের নাম। দুই নম্বরে আয়াল্যান্ড, তিনে লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড চারে এবং ডেনমার্কের অবস্থান পাঁচ নম্বরে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের উপরে রয়েছে একমাত্র নেপাল।

মঙ্গলবার থেকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন শুরু হবে সুইজারল্যান্ডের দাভোসে। ওই বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here