পাকিস্তানে রোববার জাতীয় শোক দিবস ঘোষণা

0
299

খবর ৭১ঃপাকিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলায় পাকিস্তান সরকার রোববার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

এর আগে ১০ জুলাই পেশোয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলা করা হয়। শুক্রবার বিকালে বেলুচিস্তানের মাসটাং জেলায় এই বিস্ফোরণ ঘটানো হয়।

পাকিস্তানের ডন পত্রিকার বরাতে এ খবরটি প্রচার হয়। এ পর্যন্ত হামলায় ১৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ হামলার জন্য পাকিস্তান সরকার একদিনের জন্য রোববার সারা দেশে সরকারি শোক দিবস ঘোষণা করে। শনিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ ঘোষণা বলা হয় যে, রোববার জাতীয় পতাকা অর্ধ্বনমিতভাবে উড়বে। সাধারণ নির্বাচন উপলক্ষে সম্প্রতি সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত ১৫০ নিহত হওয়ার কারণে সরকার এ ঘোষণা করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি নির্দেশনায় মিনিস্ট্রি অব ইন্টেরিয়র রোববারকে জাতীয় শোক দিবস হিসেবে নোটিশ জারি করে।

উল্লেখ্য, ২৫ জুলাই পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী সংঘাত বেড়েই চলেছে।

এর আগে ১০ জুলাই পেশোয়ারে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতা হারুন বিলোরসহ আরও ১৯ জন নিহত হন। পরে এই হামলার দায় স্বীকার করে তাহরিক-ই-তালিবান (টিটিপি)।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here