পাকিস্তানে মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

0
474

খবর ৭১: গেল বছরের আগস্টেই দক্ষিণ এশিয়া বিষয়ে দেয়া এক ভাষণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে পাকিস্তানের প্রতি কড়া বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তো বহুদিনের মিত্র দেশটির ওপর সরাসরিই অভিযোগ আনলেন তিনি। এবং জানালেন যুক্তরাষ্ট্রের আর কোনও সহায়তা পাকিস্তান পাবে না।

সোমবার নতুন বছরের প্রথম দিন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক স্ট্যাটাসে এমন ঘোষণা দিয়েছেন ট্রাম্প। খবর ইউএসএ টুডে’র

আফগানিস্তান ইস্যুতে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আফগানিস্তানে যেখানে মার্কিন বাহিনী সন্ত্রাসীদের সঙ্গে লড়ছে সেখানে পাকিস্তান সেইসব সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিচ্ছে। অথচ পাকিস্তান বারবারই যুক্তরাষ্ট্রের কাছে তা অস্বীকার করে মিথ্যা বলে যাচ্ছে।’

পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের উদারনীতির কথা তুলে ধরে ট্রাম্প তাঁর দেয়া স্ট্যাটাসে আরও বলেন, ‘মার্কিন সরকার বহুবছর ধরে পাকিস্তানে ৩ কোটি ৩০ লাখ ডলারের বেশি অর্থ সাহায্য দিয়ে এসেছে। বিনিময়ে পায়নি কিছুই। তারা আমাদের নেতাদের বোকা ভেবে মিথ্যা বলেছে, প্রতারণা করেছে। তাদের আর কোনও সাহায্য দেয়া হবে না।’

উল্লেখ্য, গেল আগস্টে দেয়া ভাষণে পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘দেশটিতে সন্ত্রাসীদের এমন নিরাপদ আশ্রয় যুক্তরাষ্ট্র আর বেশিদিন সহ্য করবে না। আমরা পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দেব, আর তারা সেই অর্থ দিয়ে সন্ত্রাসীদের জন্য ঘর বানিয়ে দেব, এমনটা চলতে দেয়া যায় না। যেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা লড়ছি, এরা তাদের আশ্রয় দিচ্ছে, এমন আর বেশি দিন সহ্য করা হবে না।’

অপরদিকে ওই ভাষণে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে মত দেন ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরালো হোক।’

অতএব এখন এটি পরিষ্কার যে, পাকিস্তানে মার্কিন অর্থ সহায়তা বন্ধের ঘোষণার বিষয়টি হুট করে নয়, বরং অনেকদিন ধরেই সে পথেই হাঁটছিলেন ট্রাম্প প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here