পাকিস্তানে নিষিদ্ধ হলো ভারতীয় সিনেমা-সিরিয়াল

0
326

খবর ৭১:
এখন থেকে ভারতীয় কোন সিনেমা বা সিরিয়াল দেখা যাবে না পাকিস্তানের টিভি চ্যানেলে। গতকাল শনিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রায়ে এ ঘোষণা দেয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দেশটির প্রধান বিচারপতি সাকিব নাসির এই রায় দেন। তবে তিনি শর্ত সাপেক্ষে ভারতীয় সিরিয়াল বা সিনেমা দেখার অনুমতি দিয়েছেন। তা হলো, প্রোগ্রামটি অবশ্যই পাকিস্তানে প্রদর্শনের উপযুক্ত হতে হবে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, পাকিস্তানের ইউনাইটেড প্রডিউসার এ্যাসোসিয়েশন-এর তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলার বিষয় ছিল পাক চ্যানেলে বিদেশি সিরিয়াল বা সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করতে হবে। তারই প্রেক্ষিতে প্রধান বিচারপতি সাকিব নাসির এই রায় দেন।

রায় দেওয়ার সময় তিনি বলেন, ভারত যদি বাঁধ নির্মাণে বাঁধা দিতে পারে তাহলে পাকিস্তানও ভারতের সিরিয়াল ও সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here