পাকিস্তানে নিষিদ্ধ আইপিএল

0
528

খবর৭১ঃ ভারত অধিকৃত জম্বু-কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় ভারতের ৪৪জন আধা-সামরিক সৈন্য নিহত হয়। এ ঘটনার জেরে ভারতে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগ ‘পিএসএল’ এর সম্প্রচার বন্ধ করা। এবার এ ঘটনার প্রতিশোধ স্বরুপ পাকিস্তানে ভারতের ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগ ‘আইপিএল’ এর সম্প্রচার বন্ধ করেছে দেশটি।

বৃহস্পতিবার (২১ মার্চ) পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ সংশ্লিষ্ট কতৃপক্ষকে এ নির্দেশ প্রদান করেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী প্রতিশোধ নেয়ার সুরে বলেন, ‘আমরা সবাই জানি ভারতীয় কোম্পানিগুলো পাকিস্তান সুপার লিগ চলাকালীন আমাদের সঙ্গে কী করেছিল। তাদের অমন কীর্তির পর পাকিস্তানে আইপিএল প্রচার করা বেশ কঠিনই বটে। আমরা নিজেদের এই সিদ্ধান্তের প্রতি আত্মবিশ্বাসী। আমরা চেয়েছিলাম ক্রিকেট এবং রাজনীতি আলাদা থাকুক। কিন্তু ভারতের কারণেই তা সম্ভব হচ্ছে না।’

উল্লেখ্য, পিএসএল এর অফিসিয়াল ব্রডকাস্টার ছিল ভারতীয় কোম্পানি ‘আইএমজি রিলায়েন্স’। পুলওয়ামা হামলার পর তারা পিএসএল সম্প্রচার বন্ধ করে দেয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here