পাকিস্তানের ৭২ ঘণ্টার আলটিমেটাম

0
365

খবর ৭১ঃ চলমান হামলা পাল্টা হামলায় ভারতকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে পাকিস্তান। দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ বলেছেন, ‘সীমান্তে প্রবেশ করে ভারতীয় বিমানবাহিনীর হামলার জবাব দিতে প্রস্তুত পাকিস্তান।’ আগামী ৭২ ঘণ্টা পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তার এই মন্তব্যের পর কী ঘটতে যাচ্ছে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর আগেও শেখ রশিদ ভারতে হুমকি দিয়ে বলেছিলেন, ‘যদি শত্রুর চোখে পাকিস্তাদের দিকে তারা নজর দেয় তাহলে ভারতের চোখ উপড়ে ফেলা হবে।’

আজ বুধবার পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে রশিদের এই ব্ক্তব্য প্রকাশ করা হয়।

এদিকে এদিকে আকাশ ও রেল পথে জরুরী অবস্থা জারি করেছে পাকিস্তান। সব ধরনের স্থানীয় এবং আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল বন্ধ ঘোষণাও করেছে দেশটি।

এর আগে সকালে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাক বাহিনী। বিমানে থাকা দুই পাইলটকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। অপরদিকে একটি পাক যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here