পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল গুলিবিদ্ধ

0
323

খবর৭১:পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল গুলিবিদ্ধ হয়েছেন। কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার পাঞ্জাব প্রদেশের নির্বাচনী এলাকা নারওয়ালে প্রাদেশিক পরিষদের বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে গুলি করা হয়।
নারওয়াল জেলার পুলিশ অফিসার ইমরান কিশওয়ার বলেছেন, তিনি গাড়ি থেকে নেমে আসা মাত্রই এক যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আক্রমণকারীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, শুট্যার ওই যুবকের নাম আবিদ হোসাইন (২১)। তিনি পাঞ্জাবের নারওয়ালের নীলম গ্রামের বাসিন্দা।
পাকিস্তানের পাঞ্জাবের নারোয়াল জেলার পুলিশ সূত্র জানায়, প্রাথমিক তদন্তে পাকিস্তানের সহিংসতার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে একটি রিপোর্ট পাঞ্জাব জেলা সরকারকে জমা দেওয়া হবে।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর শাহীদ খাকান আব্বাসী। তিনি এই ঘটনার একটি তাৎক্ষণিক প্রতিবেদন দেওয়ার জন্য পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে বলেছেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ টুইটারে এক বিবৃতিতে এই হামলাকে জঘন্য নৃশংসতা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘যারা এই জঘন্য কাজটি করেছে, তাদের বিচার করা হবে।’
এদিকে টুইটারে এক বিবৃতিতে পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হ্যালে বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালের উপর হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here