পাকিস্তানের রাজনীতিকদের নিরাপত্তার দায়িত্ব নেবে না সেনাবাহিনী!

0
244

খবর৭১ঃ পাকিস্তানের জাতীয় নির্বাচনে রাজনীতিকদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বৃহস্পতিবার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সিনেট স্ট্যান্ডিং কমিটির বিশেষ অধিবেশনে এ কথা জানান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।

তিনি বলেন, সেনাবাহিনী ভোটপ্রার্থীদের নিরাপত্তার সরাসরি কোনো দায়িত্ব নেবে না। সেই দায়িত্ব পাকিস্তান সরকার ও পাক নির্বাচন কমিশনের। সেনা নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করায় সহযোগিতা করবে।

আসিফ গফুর আরও বলেন, নির্বাচনের জন্য দেশজুড়ে ৩৭১ জওয়ান মোতায়েন করা হচ্ছে। ব্যালট প্রিন্টিং প্রেসেও মোতায়েন করা হয়েছে বাহিনী।

পুলিশের কর্মদক্ষতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে গফুর বলেন, যতদিন পর্যন্ত না দেশের পুলিশ নিজেদের দক্ষতা বাড়াচ্ছে, ততদিন পুলিশের কর্তব্য পালন করতে হবে সেনাকেই।

তিনি বলেন, যেহেতু আফগানিস্তানের নির্বাচনের সময় সীমান্তে নিরাপত্তায় সহযোগিতা করেছিল পাকিস্তান, সেহেতু আফগান নিরাপত্তা বাহিনীও আগামী ২৫ তারিখ পাকিস্তানের নির্বাচনের সময় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here