পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট এক ট্রিলিয়ন রুপি

0
446

খবর৭১:২০১৮-১৯ অর্থবছরে প্রতিরক্ষা খাতে মোট এক দশমিক এক ট্রিলিয়ন রুপি বরাদ্দ দিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর জন্য ১৮ শতাংশ বাজেট বাড়ানো হয়েছে।

মুসলিম লীগ (এন)-র চলতি মেয়াদে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর এটিই সবচেয়ে বড় ঘটনা।
পাকিস্তানের সরকার এমন এক সময়ে সামরিক বাজেট বৃদ্ধি করল যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নানা কারণে কূটনৈতিক টানাপড়েন চলছে। সম্প্রতি সামরিক খাতে ইসলামাবাদকে কথিত সহযোগিতা কমিয়ে দিয়েছে ওয়াশিংটন।

এদিকে, পাকিস্তান সামরিক বাহিনীর সঙ্গে মুসলিম লীগ-এন সরকারের অস্বস্তিকর সম্পর্ক থাকার পরও বাজেট বাড়ানোর ঘটনাকে আলাদা গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা।

২০১৩-১৪ অর্থবছরে সামরিক খাতে পাকিস্তানের বরাদ্দ ছিল ৬০০ বিলিয়ন ডলার।

মোট বরাদ্দের মধ্যে পাক সেনাবাহিনী পাচ্ছে ৪৭ শতাংশ, বিমানবাহিনীর জন্য বরাদ্দ ২০ শতাংশ এবং নৌবাহিনীর জন্য ১০ শতাংশ থাকবে। বাকি অর্থ প্রতিরক্ষা বিভাগের কোন খাতে ব্যয় হবে তা পরিষ্কার নয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here