পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের বন্ধু ভাবতে হবে ভৃত্য নয়: ইমরান খান

0
198

খবর ৭১ঃপাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ওয়াশিংটনের উচিত ইসলামাবাদকে বন্ধু মনে করা ভৃত্য নয়। তার দেশ মার্কিননীতি মেনে চলতে বাধ্য নয়।

ইসলামাবাদে বৃহস্পতিবার বিকালে যুক্তরাষ্ট্রের ব্যাপারে তার সরকারের নীতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

ইমরান খান বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা এবং আফগানিস্তান থেকে শান্তিপূর্ণ উপায়ে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে পাকিস্তানের সহযোগিতার মুখাপেক্ষী আমেরিকা। এ অবস্থায় পাকিস্তানকে নিজের ভৃত্য মনে করলে ওয়াশিংটন ইসলামাবাদের সহযোগিতা পাবে না।

মার্কিন সরকার সম্প্রতি পাকিস্তানের সেনা সদস্যদের প্রশিক্ষণ দেয়ার কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। একই সঙ্গে ইসলামাবাদের জন্য আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে সহযোগিতাও বন্ধ করে দিচ্ছে ওয়াশিংটন।

সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানের প্রায় আট হাজার কোটি ডলারের ক্ষতি হলেও আমেরিকা ইসলামাবাদকে মাত্র দুই হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টেলিফোন করে ইমরান খানের সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টা পর পাক প্রধানমন্ত্রী এ বক্তব্য দিলেন। টেলিফোনালাপে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন পম্পেও।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here