পাকিস্তানকে অর্থ সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র

0
281

খবর৭১;পাকিস্তানের জন্য বরাদ্দ ৩০ কোটি ডলার অর্থ সহায়তা বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইসলামাবাদ। এই অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার এই বিষয়ে বিবৃতি দিয়েছেন পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল কোনে ফকনার।

তিনি জানিয়েছেন, অন্য ‘জরুরি অগ্রাধিকার’ বিষয়ে ওই অর্থ খরচ করবে মার্কিন সেনাবাহিনী।

তিনি বলেন, নির্বিচারে সব জঙ্গি গোষ্ঠীকে টার্গেট করতে পাকিস্তানের ওপর আমাদের চাপ অব্যাহত থাকবে। অর্থ সহায়তার ৩০ কোটি ডলার অন্যখাতে ব্যয় করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সরকার ঘোষণা দেয়, তারা পাকিস্তানের নিরাপত্তা খাতে দেয়া প্রায় সব অর্থ সহায়তা বাতিল করবে। মার্কিন সেনাবাহিনীর এই পদক্ষেপ ওই ঘোষণারই অংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here