পাইকগাছা পৌর আ’লীগনেতার বিরুদ্ধে কলেজ শিক্ষকের বুকে পিস্তল ঠেকানোর অভিযোগ

0
422

আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা (খুলনা) :
পাইকগাছা পৌর আওয়ামীলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর বিরুদ্ধে আওয়ামীলীগনেতা ও প্রভাষক আব্দুল ওহাব বাবলুর বুকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আড়োলন সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত সূত্রে জানাগেছে, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের পাইকগাছার জনসভা সফল করার লক্ষে গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার জিরোপয়েন্টস্থ শ্রমিকলীগের কার্যালয়ে দলীয় আয়োজক কমিটি একত্রিত হয়। এ সময় জনসভা সফল করার লক্ষে প্রকাশিত প্রচারণা মূলক লিফলেটে নাম লেখাকে কেন্দ্র করে শেখ কামরুল হাসান টিপুর সাথে প্রভাষক আব্দুল ওহাব বাবলুর বাকবিতন্ডা হয়। এ সময় টিপু বাবলুকে আগে কমিউনিস্ট নেতা ছিল বলে মন্তব্য করে। অপরদিকে বাবলু টিপুকে আগে শিবির নেতা ছিল বলে মন্তব্য করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সাবেক শিবির নেতা বলায় শেখ কামরুল হাসান টিপু উত্তেজিত হয়ে তার পকেটে থাকা পিস্তল বের করে বাবলুর বুকে ঠেকিয়ে হুমকি দেয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ উত্তেজিত দু’জনকে পৃথক করে দেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গত ২-৩ দিন যাবত টি স্টল থেকে শুরু করে সর্বত্র আলোচনার ঝড় তুলেছে। এ ব্যাপারে শেখ কামরুল হাসান টিপু জানান, ঘটনার দিন তেমন কিছু ঘটেনি। বাবলু ঔদ্বত্যপূর্ণ আচারণ করেছিল। পরে সে ভুল শিকার করলে আমাদের মধ্যে সৃষ্ঠ বিষয়টি মিটে যায়। ঘটনার সত্যতা শিকার করে এ ঘটনায় প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রভাষক আব্দুল ওহাব বাবলু। একই কথা বলেছেন বাবলুর ভাই উপজেলা আওয়ামীলীগনেতা প্রভাষক ময়নুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী জানান, ওই দিন আমি ঢাকায় ছিলাম, তবে লোকমুখে বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে শেখ কামরুল হাসান টিপু প্রভাষক আব্দুল ওহাব বাবলুর বুকে পিস্তল ঠেকায়। সোমবার জনসভা থাকায় বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা বলার তেমন সুযোগ হয়নি। ওসি আমিনুল ইসলাম বিপব জানান, এ ধরণের কোন ঘটনা আমাদের কাছে কেউ জানায়নি কিংবা অভিযোগও করেনি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here