পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
454

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাডঃ স ম বাবর আলী। উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, থানার সেকেন্ড অফিসার আবু সাঈদ, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, অনিতা রানী মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হাসান, একাডেমীক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, শিক্ষক আব্দুল ওহাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এনজিও কর্মী। সভায় মার্চ মাসের সকল জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here