পাইকগাছায় ৪টি নাশকতা মামলায় জামায়াত বিএনপি’র ২৩৪ নেতাকর্মী আসামী

0
238

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় দেড় মাসের ব্যবধানে ৪টি নাশকতার মামলা হয়েছে। বোমা বিস্ফোরণ, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা প্রদান সহ বিভিন্ন অভিযোগে পুলিশ বাদি হয়ে এসব মামলা করেছে। ৪টি মামলায় জামায়াত ও বিএনপি’র ২৩৪ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ২৭ জনকে আটক করেছে। বেশিরভাগ আসামীরা আদালত থেকে জামিনে রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের অন্যান্য স্থানের ন্যায় অত্র উপজেলার জামায়াত ও বিএনপি নেতাকর্মীরা জড়িয়ে পড়েছেন নাশকতা মামলায়। গত দেড় মাসের ব্যাবধানে থানায় ৪টি নাশকতামূলক মামলা দায়ের হয়েছে। সবগুলো মামলায় বোমা বিস্ফোরন, পুলিশকে লক্ষ করে গুলি বর্ষণ, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা প্রদান সহ বিভিন্ন নাশকতামূলক অভিযোগ আনা হয়েছে। মামলায় গ্রেফতার এড়াতে বেশিরভাগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়েছে। অনেকে আবার দিয়েছেন গা ঢাকা। থানা পুলিশের সূত্র মতে সর্বশেষ মামলা হয় ২৭ অক্টোবর। ৪২ নং এ মামলায় ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করা হয়েছে। যার মধ্যে উপজেলা ও পৌর বিএনপির আহবায়কসহ জামায়াত ,বিএনপি ও ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতাকর্মীও রয়েছে। এ মামলায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছেন। এর আগে ১৫ অক্টোবর দায়ের করা হয় আরেকটি মামলা। ২৫ নম্বর এ মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। এ মামলায়ও পুলিশ ২ জনকে আটক করে। তার আগে ২৬ অক্টোবর অনুরুপ একটি মামলা দায়ের করে। ১৫ নম্বর এ মামলায় ৩৩ জনের নাম উল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। ৪টি মামলার মধ্যে এ মামলার বেশিরভাগ আসামী হচ্ছেন, জামায়াত শিবিরের নেতাকর্মীরা। পুলিশ এ মামলায় ৪টি বোমা, ও শিবিরের ব্যবহৃত ল্যাবটপ, জিহাদী বই ও নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ন কাগজপত্র উদ্ধার করে। এর আগে ১৪ সেপ্টেম্বর সাম্প্রতিক সময়ের ১ম নাশকতার মামলা হয়। মামলায় ৩০ জনের নাম উল্লেখ ও ১২০/১৩০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। এ মামলায় পুলিশ ৪ জনকে ঘটনাস্থল থেকে আটক করে। এসব মামলা প্রসঙ্গে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের ন্যায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার কতিপয় ব্যক্তি গোষ্ঠি পুলিশকে চাপে রাখতে সরকারকে বিপাকে ফেলতে এবং দেশের স্বাভাবিক পরিবেশকে নাজুক  করে তুলতে নাশকতার মত অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তবে পুলিশ অতিতের ন্যায় এবারও সতর্ক অবস্থায় রয়েছে। ফলে পুলিশ দুবৃর্ত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। ওসি তদন্ত প্রবীন চক্রবর্তী জানান, মামলার বেশিরভাগ আসামী আদালত থেকে জামিনে রয়েছে। আর যেসব আসামী জামিনে থাকে তাদেরকে গ্রেফতার করার কোন সুযোগ থাকে না তবে সর্বশেষ মামলার প্রত্যেক আসামীকে গ্রেফতার করতে পুলিশ সব সময় তৎপর রয়েছে বলে তিনি জানান। তবে স্থানীয় বিএনপি নেতারা বলেছেন তাদের বিরুদ্ধে একটি মামলা উদ্দেশ্যেপ্রনোদিতভাবে গায়েবী মামলা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here