পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা

0
313

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় প্রায় ২৫ হাজার শিশুকে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর উপজেলার ২৬৩টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৮৪৫ এবং ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার ২১৫ শিশুকে ভিটামিন ‘এ’ পাস খাওয়ানো হবে বলে বুধবার অনুষ্ঠিত এক এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় এ তথ্য তুলে ধরা হয়। উপজেলা স্বাস্থ্য কমপেক্স অডিটরিয়ামে সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ আফজালুল বাশার, ডাঃ মিঠুন দেবনাথ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল। নার্গিস বানুর স ালনায় বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স হামিদা খাতুন, রীনা রায় চৌধুরী, জয়ন্তী রায়, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক গাজী, হাফেজ জালাল উদ্দীন, আলতাফ হোসেন, প্রশান্ত রায়, স্বপন চক্রবর্তী ও রকি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here