পাইকগাছায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা

0
282

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে আবারও আচারণবিধি লঙ্ঘন করে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা ও ধানের শীষ প্রতীক ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জোটের পক্ষ থেকে সহকারি রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, বুধবার সন্ধ্যায় কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা সংলগ্ন ২০ দলীয় জোটের অফিসের সামনে মাওঃ আবুল কালাম আজাদের ধানের শীষ প্রতীকের প্রচারের সময় আওয়ামী সমর্থিত ইউপি সদস্য আলাউদ্দীন গাজীর নেতৃত্বে আওয়ামী নেতাকর্মীরা ২০ দলীয় জোটের উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর সানা , জিন্নাত মোড়ল ও সালাম মোড়ল সহ অনেকের উপর হামলা করে। এতে সালাম মোড়ল গুরুতর আহত হয়। অপর দিকে বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়নের মঠবাটী এলাকায় ধানের শীষের প্রচারের সময় আওয়ামী সমর্থিত সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর নায়েবের নেতৃত্বে নেতাকর্মীরা জোটের মেহেদী, আশরাফুল ও ভ্যান চালককে অকথ্যভাষায় গালিগালাজ করে ধানের শীষ প্রচারণা না করার জন্য হুমকি দেয়। এছাড়াও পৌর এলাকার ধানের শীষ প্রতীকের সকল পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে বলে অভিযোগে উলেখ করা হয়েছে। এ ব্যাপারে গোলযোগ সৃষ্টিকারী ও আচারণবিধি লঙ্ঘন কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক নির্বাচনী সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করার দাবিতে ২০ দলীয় জোটের প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মুহা: লিয়াকত আলী সরদার সহকারি রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here