পাইকগাছায় সেবার মান বৃদ্ধির লক্ষে বিশেষ মতবিনিময় সভা

0
305

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধির লক্ষে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এইচএসবিসি ও ওয়াটার এইডের সহযোগিতায় পৌরসভা ও নবলোকের উদ্যোগে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় ঝিনাইদাহ হাসপাতালের অনুকরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধির লক্ষে কমিউনিটি সাপোর্ট গ্রুপ কমিটি ও কমিউনিটি সাপোর্ট কমিটির তহবিলের জন্য দাতা তালিকা চূড়ান্ত করা হয়।পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফকরুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, প্রাক্তন কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাস, ওয়াটার এইডের প্রোগ্রাম কর্মকর্তা আগষ্টিন বিপুল ডি কষ্টা, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, রয়্যাল ফিস ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া রিপন, সবুজ মৎস্য খামারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ, চিংড়ি বিপনন সমবায় সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু। সভায় ভিডিও চিত্র পরিদর্শনের মাধ্যমে কর্ম পরিকল্পনা তুলে ধরেন নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, রমেন্দ্রনাথ সরকার, আবুল বাশার বাবুল সরদার, ডাঃ সুজন কুমার সরকার, আলহাজ্ব মুনছুর আলী গাজী, জিএমএম আজাহারুল ইসলাম ও কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here