পাইকগাছায় লোনাপানি কেন্দ্রের বার্ষিক আ লিক কর্মশালা অনুষ্ঠিত

0
537

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ; বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র পাইকগাছার “বার্ষিক গবেষণা অগ্রগতি (২০১৭-১৮) পর্যালোচনা এবং প্রকল্প প্রস্তাবনা (২০১৮-১৯) প্রণয়ন” শীর্ষক আ লিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তর খুলনার মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ উপ-পরিচালক মোঃ আব্দুল অদুদ। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপিনের প্রফেসর ড. নাজমুল আহসান, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তঅ ড. খান কামাল উদ্দিন আহমেদ, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সরদার। স্বাগত বক্তব্য রাখেন, উপ-পরিচালক নিলুফা বেগম। ভেটকি ও কাঁকড়া, মিশ্র চাষ, দাতিনা ও চিত্রার ব্রীডিং, কাঁকড়ার ব্রীডিং, হরিনা, মিল্ক ফিস সহ চলমান ও নতুন প্রকল্পের প্রস্তাবনার উপর প্রবন্ধ উপস্থাপন করেন, উপ-পরিচালক নিলুফা বেগম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ড. মোঃ আজহার আলী, দেবাশীষ মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোলা এমএনএস মামুন সিদ্দিকী ও মিজানুর রহমান ওয়াসিম। বক্তব্য রাখেন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল আলম, মোঃ নাজমুল হুদা, বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, জেলা হ্যাচারী চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, চিংড়ি চাষী আলহাজ্ব কাজী আজিজুল করিম, আনোয়ার ইকবাল মন্টু, এসএম শহিদুলাহ, ইলিয়াস হোসেন ও লিল্টু রানী মন্ডল।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here