পাইকগাছায় রাসেল হত্যার মামলায় ৫ আসামীর আদালতে আত্মসমর্পণ

0
244

আমিনুল ইসলাম বজলু পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছার বহুল আলোচিত কলেজ পড়–য়া ছাত্র রাসেল হত্যার মামলার আসামীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানী অন্তে তাদেরকে জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর আদেশ দেন। গত ১ বৈশাখ বিকেলে তুচ্ছ ঘটনায় উপজেলার পুরাইকাটি গ্রামের মতলেব সরদারের কলেজ পড়–য়া ছেলে রাসেলকে নতুন বাজারস্থ তিন রাস্তার মোড়ে একদল সন্ত্রাসী এলোপাতাড়ী পিটিয়ে হত্যা করে। একটি মোবাইল ফোন মেরামতকে কেন্দ্র করে নিহত রাসেলে উস্তাদকে কেন অপমানিত করা হলো এ বিষয়টি জানতে চাওয়ার অপরাধে মঠবাটী গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে শফি মোল্লার সাথে হাতাহাতি হয়। বিষয়টি পরিবারের লোকদের জানালে তার চাচাতো ভাই আলী মোল্লার ছেলে আজু মোল্লার নেতৃত্বে ১৫/১৬ জন এসে কোন কিছু বুঝে ওঠার আগেই কাঠের চলা সহ লাঠিশোটা দিয়ে রাসেলকে পেটাতে থাকে। এ সময় আজু মোল্লা রাসেলের মুখোমন্ডলে কিল, ঘুষি মারলে তার দুটি দাঁত পড়ে যায়। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে এলোপাতাড়ীভাবে পেটাতে থাকলে মারাত্মক আহত হয়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা কোহিনুর বেগম বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/১৬ জনের নামে মামলা করে। ৫ মাসের অধিক পলাতক থাকার পর সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা চার্জশীট জমা দেয়ার পর মঙ্গলবার ৫জন আসামী আজু মোল্লা, শাহাবুদ্দীন মোল্লা, রেজাউল ইসলাম, হাফেজ উদ্দীন, রবিউল মোল্লা আদালতে জামিনের জন্য প্রার্থনা করে। শুনানী শেষে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম শহিদ জানান, আসামীদের নামে নাশকতা সহ আরো ৪/৫টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here