পাইকগাছায় মাদক বিক্রেতা রহমত স্ব-পরিবারে আটক ইয়াবা ও গাঁজা উদ্ধারঃ ৫ পুলিশ আহত

0
487

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছা থানা পুলিশ বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ মাদক বিক্রেতা রহমতকে স্ব-পরিবারে আটক করেছে। থানা পুলিশ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে দুই মেয়ে সহ রহমত দম্পত্তিকে আটক করে। এ সময় রহমতের পরিবার পুলিশের উপর চড়াও হলে ৫ পুলিশ আহত হয়। এ ঘটনায় থানায় পুলিশের উপর হামলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওসি আমিনুল ইসলাম বিপব ও ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ একটি টিম মঙ্গলবার দুপুরে এলাকার মাদক সম্রাট হিসেবে খ্যাত রহমত আলীর পৌরসভার ৫নং ওয়ার্ডে সরল গ্রামস্থ বাড়িতে অভিযান চালান। অভিযানে থানার কয়েকজন কর্মকর্তা অংশ নেন। অভিযানকালে বসতবাড়ি থেকে মাদক উদ্ধারকালে রহমতের পরিবার ধারালো দা-বটি নিয়ে পুলিশের উপর চড়াও হয়। এ সময় তাদের সাথে ধস্তাধস্তিতে পুলিশের এএসআই পিয্যুষ হালদার, কনেস্টেবল হেলাল খান, আল আমিন, বাপ্পি সরদার ও মহিলা পুলিশের জেসমিন সুলতানা সহ ৫ পুলিশ কমবেশি আহত হয়। ঐ সময় পুলিশ বসত ঘর থেকে ৫শ গ্রাম গাঁজা ও ৫৫ পিচ ইয়াবা উদ্ধার সহ একাধিক মাদক মামলার আসামী সরল গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে মাদক বিক্রেতা রহমত আলী গাজী (৫৫), রহমতের স্ত্রী আবিরণ বেগম (৪০), মেয়ে সুমা বেগম (২২) ও মৌসুমি খাতুন (২০)কে আটক করে। ওসি আমিনুল ইসলাম বিপব জানান, আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং এ ঘটনায় পুলিশের উপর হামলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই নাজমুল ইসলাম বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। যার নং ৩৩, তাং- ২২/০৫/২০১৮ ইং। থানার ওসি আরও জানান, রহমত একজন চিহ্নিত শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী। তার পরিবারের সবাই মাদক ব্যবসায়ের সাথে জড়িত। এরআগে থানায় ২০১৩ হতে ২০১৭ সাল পর্যন্ত রহমতের নামে ১০টি মাদক মামলা রয়েছে। ২০১৭ সালের ৬ আগস্ট সর্বশেষ রহমতকে আটক করা হয় বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here