পাইকগাছায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও ব্যবসায়ীকে মারপিট করার অভিযোগ

0
209

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, মালামাল তছনছ ও ব্যবসায়ীকে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার বিষ্ণুপুর গ্রামের জাহান আলী মোলার ছেলে অবসর প্রাপ্ত সেনা সদস্য রজব আলী মোলা চাঁদখালী বাজারে দীর্ঘদিন ধরে ডেকারেটরের ব্যবসা পরিচালনা করে আসছে। একই এলাকার শারাফাত হোসেন মধু গংদের সাথে রজব আলীর বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্র“তার জের হিসেবে ঘটনার দিন গত মঙ্গলবার সকাল ১১টার দিকে শারাফাত হোসেন ও তার লোকজন রজব আলীর ডেকারেটরের দোকানে প্রবেশ করে বিভিন্ন মালামাল ভাংচুর ও তছনছ করে ক্ষতিসাধন করতে থাকে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা ব্যবসায়ী রজবকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন রজবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রজবের স্ত্রী বাদি হয়ে বিষ্ণুপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে প্রতিপক্ষ শারাফাত হোসেন মধু, নির্মল চন্দ্র সরদারের ছেলে দেবাশীষ সরদার ও চাঁদখালী গ্রামের মার্জন সরদারের ছেলে ইয়াসিন সরদারকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here