পাইকগাছায় বোন ও ভগ্নিপতিদের বিরুদ্ধে ভাইয়ের দোকান ঘর জবর দখলের থানায় অভিযোগ

0
279

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় জায়গা জমি ও দোকান ঘর নিয়ে ভাই, বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে চরম বিরোধ দেখা দিয়েছে। বোন ও ভগ্নিপতিদের বিরুদ্ধে ভাইয়ের ভোগ দখলীয় দোকান ঘর জবর দখল ও ভাংচুর করে ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় ও আদালতে প্রথক ২টি মামলা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মোশারফ হোসেন পিতার মৃত্যুর পর ১০২, ১০৫ ও ১০৬ দাগের সম্পত্তি বোন সোনাবান, পারভীন আক্তার ও জেসমিন আক্তারদের মধ্যে বন্টন করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। মোশাররফ তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তির উপর ১১টি দোকান ঘর তৈরী করে। গত ২২ জানুয়ারি‘১৬ তারিখে স্থানীয় চেয়ারম্যান-মেম্বরদের উপস্থিতিতে শালিসী বৈঠকের মাধ্যমে দক্ষিণ পাশের ৩টি দোকান ঘর ও পশ্চিম পাশের প্রাপ্য সম্পত্তি বোনদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে দেন। অবশিষ্ট দোকানঘর গুলো মোশাররফের ভোগ দখলে থাকে। এরপর ২৭/০৬/২০১৮ তারিখে থানায় দায়ের করা এক অভিযোগের প্রেক্ষিতে থানার শালিসে দক্ষিণপাশের ৪টি দোকান ঘর বোনদের দেয়। এরপর থানার নির্দেশনা অনুযায়ী ইউপি চেয়ারম্যান-মেম্বররা মাপ-জোপ করে ৫টি দোকান ঘর বোনদের অনুকুলে দেয়। এতেও বোন ও ভগ্নিপতিরা সন্তুষ্টি না হয়ে মোশাররফের দখলে থাকা দোকান ঘর জবর দখলের পায়তারা করলে মোশাররফ প্রতিপক্ষদের বিরুদ্ধে সিনিয়র জজ আদালতে মামলা করে। মামলায় বিজ্ঞ বিচারক ১৫দিনের শোকচ করার মাধ্যমে দোকান ঘর ও উক্ত সম্পত্তির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে ১৬/১০/২০১৮ তারিখে বোন ও ভগ্নিপতি হোসেন পাড়, আজিজুল মোড়ল ও এনায়েত দফদার গংরা দোকান ঘর জবর দখল ও টিউবওয়েল, বাথরুম এবং দোকানের আংশিক ভাংচুর করে ক্ষতি সাধন করে। এ সময় পুলিশ উভয়পক্ষের ২জনকে আটক করে জেলহাজতে পাঠায়। পরে এ ঘটনায় মোশারফ বাদি হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে ২০/১০/২০১৮ তারিখে থানায় মামলা করে। এ মামলায় জামিনে এসে প্রতিপক্ষরা জবর-দখলকৃত সম্পত্তি ও দোকান ঘরের নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মোশারফ ও তার পরিবার।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here