পাইকগাছায় বিচারককে ঘুষ দিতে গিয়ে গ্রেফতার-১

0
246

খবর৭১:পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃপাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারককে ঘুষ প্রদানের অপরাধে আব্দুল করিম গাজী (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার হরিঢালী এলাকার রফিকুল সরদারের মৎস্য ঘেরের ম্যানেজার। ধৃষ্টতার এ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে আদালত চত্ত্বরে।
পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়,পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী জামশেদুল হক ঈদের ছুটিতে বাড়ি যাবার উদ্দেশ্যে আদালত থেকে রাস্তায় বের হলে কোন কিছু বুঝে ওঠার আগেই করিম গাজী বিচারকের হাতে একটি খামে করে ১০ হাজার টাকা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিজ্ঞ বিচারক বিষয়টিতে বিব্রত হয়ে তাৎক্ষণিক কোর্ট ও থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করেন।
এ ঘটনায় আদালতের বেঞ্চ সহকারি দিণেশ হালদার বাদি হয়ে থানায় একটি মামলা করেন। মামলা নং-৪০। তাং ২০/৮/১৮ আদালত সূত্র জানায়,করিম গাজী পাইকগাছা থানার মামলা নং-১২,তাং ৭/১০/১৭,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআর-৪০৯/১৭নং মামলার বাদি। মামলায় বিচারককে বশে নিতে তিনি ঐ ধৃষ্টতাপূর্ণ কাজটি করেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here