পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত-২

0
340

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ও ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা পরাজিত নৌকা প্রতীকের প্রার্থীর দু’কর্মীকে পিটিয়ে জখম করেছে। গুরুতর আহত দু’যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে লতার পুতলাখালী গোবিন্দ মন্দিরের মহানামযজ্ঞ অনুষ্ঠান সংলগ্ন এলাকায়। আহত উত্তম মন্ডল (২৫) লতা গ্রামের বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং সবুজ মন্ডল (১৭) বামনেরাবাদ গ্রামের স্বপন মন্ডলের ছেলে। আহতদের হাসপাতালে দেখতে এসে নৌকা প্রতীকের প্রার্থী দেবী রাণী বিশ্বাস জানান, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় লতা ইউপি উপ-নির্বাচনে আহত উত্তম ও সবুজ আমার কর্মী ছিল। আনারস প্রতীকের প্রার্থীর কর্মী ও সমর্থকরা তাদের দু’জনের উপর আকস্মিক হামলা করে। উত্তমের পিতা বিনয় কৃষ্ণ মন্ডল জানান, ঘটনার দিন মঙ্গলবার রাত ১১টার দিকে উত্তম ও সবুজ পুতলাখালী গোবিন্দ মন্দিরের মহানামযজ্ঞ অনুষ্ঠানের পাশে চায়ের দোকানে বসেছিল। নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হঠাৎ মুনকিয়া এলাকার সৈকত মল্লিক, ধলাইয়ের আজহারুল গাজী ও অমিত সরকার সহ কয়েকজন যুবক তাদের দু’জনের উপর হামলা করে। এতে উত্তম ও সবুজের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here