পাইকগাছায় পোষ্টার টানানো নিয়ে মারপিটের ঘটনায় ধানের শীষ ও নৌকা প্রতীকের ৪ কর্মী সমর্থক আহত

0
393

আমিনুল ইসলাম বজলু পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় মারপিটের ঘটনায় ধানের শীষ ও নৌকা প্রতীকের ৪ কর্মী সমর্থক আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। ২০ দলীয় জোটের প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাডঃ লিয়াকত আলী সরদার জানান, আমাদের কয়েকজন কর্মী শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে রাড়–লী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পোষ্টার টানানোর সময় আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস তাদেরকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় শ্রীকণ্ঠপুর গ্রামের আব্দুল হক সানার ছেলে মুজিবর রহমান সানা (৩২), ইনতাজ আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম (৪৮) ও আরাজি ভবানীপুর গ্রামের শাহজাহান সরদারের ছেলে হাফেজ আব্দুল নূর (৩৬) আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বিকালে বাঁকা বাজারে প্রতিবাদ সভা করা হয় বলে এ্যাডঃ লিয়াকত আলী সরদার জানান। অপর দিকে রাড়–লী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার জানান, সকালে পোষ্টার ছেড়ার ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি’র নেতাকর্মীদের হামলায় সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগনেতা হাশেম সরদার আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। এছাড়াও জামায়াত-বিএনপি’র নেতাকর্মীরা রাড়–লী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নৌকা প্রতীকের সমস্ত পোষ্টার ছিড়ে ফেলেছে। এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রভাষক আব্দুল ওহাব বাবলু সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল জানান, বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে আমাদের কাছে আচারণবিধি লঙ্ঘনের কয়েকটি লিখিত অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে প্রশাসন সার্বক্ষনিক সজাগ রয়েছে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here