পাইকগাছায় পিআইবি’র ৩দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

0
227

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র ৩দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান  সকালে লোনাপানি কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পিআইবি’র পরিচালক (অয়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিখিল ভদ্র, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্য শাকিলা পারভীন রুমা, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সময় টিভির বিশেষ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান পারভেজ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। প্রশিক্ষণে পাইকগাছা উপজেলার ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here