পাইকগাছায় ডিবি পুলিশের পৃথক অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার

0
312

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
দেশব্যাপি মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে খুলনা ডিবি পুলিশ অভিযান চালিয়ে গত ৪ দিনে পাইকগাছার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভূক্ত পেশাদার মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে গ্রেফতার করেছে।
খুলনা জেলা ডিবি পুলিশের ওসি মোঃ তোফায়েল আহম্মেদ জানান, দেশ ব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার বিকেলে উপজেলার কপিলমুনি সদরের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবির তালিকাভূক্ত নারী মাদক ব্যবসায়ী অর্চনা রাণী বিশ্বাসকে(৩৫) প্রায় ৩ শ’ গ্রাম গাঁজা ও বেশ কিছু ইয়াবাসহ আটক করা হয়। সে ঐ এলাকার আরিচ গাজীর স্ত্রী। তার বিরুদ্ধে ১৫ টি মাদক মামলা রয়েছে। মাদক ব্যবসায়ী অর্চনা বিশ্বাসকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি তার গডফাদার হিসেবে তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী কিনু পালেন নাম বললে আবার ডিবি পুলিশ রাত ৮টার দিকে কপিলমুনির নাছিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মৃত গনেশ পালের ছেলে কিনু পাল কে আটক করে। কিনু পালের পিতা গনেশ পালও এলাকার নামকরা মদ বিক্রেতা ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে। কিনুপাল কিছুদিন পূর্বেও গণ ধোলাই খেয়েছেন বলে জানাগেছে। ডিবি পুলিশের ওসি মোঃ তোফায়েল আহম্মেদ আরো বলেন আটককৃত কিনু পাল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে পূর্বে কয়েকটি মাদকের মামলা রয়েছে এবং এর আগেও সে দু’বার আটক করেছিল ডিবি পুলিশ । আগে শুক্রবার সন্ধ্যার দিকে সদরের নাছিরপুর এলাকার আব্দুল্লাহ মোড়লের ছেলে শাহিনুর মোড়ল(৩৫)কে ২০ পিস ইয়াবা ও কাশিমনগর গ্রাামের মৃত শেখ মোহাম্মদ জাহিদের ছেলে শেখ কামরুল ইসলাম(৪৬)কে আটক করে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার পর পৃথক অভিযান চালিয়ে কপিলমুনি থেকে ছদ্মবেশী মাদক ব্যবসায়ী রনজিৎ কুমার অধিকারী (৩৮),কাশিমনগর এলাকা থেকে আহম্মদ সরদারের ছেলে কামাল সরদার(৪০) ও পাঞ্জাব আলী গাজীর ছেলে আলমগীর গাজী(৩০)কে ৪০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া গাঁজাসহ আটক করে। জেলা ডিবি পুলিশের এসআই তাপস কুমার দত্ত,এএসআই সৈয়দ আলী ও এএসআই কুদ্দুসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে তাদের মাদকদ্রব্যসহ আটক করেন। আজকের সহ গত ৪ দিনের অভিজানে অত্র এলাকার মোট ৭ জন চিহ্নত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ও নিয়মিত মামলা দিয়ে কোর্টে সোপার্দ করা হয়েছে। এসময় তারা স্থানীয় সাংবাদিকদের বলেন,তাদের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here