পাইকগাছায় জাতীয় পতাকা অবমাননার দায়ে আ’লীগনেতা বহিস্কার

0
317

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় বিজয় দিবসে চাঁদ-তাঁরা খচিত পতাকা টানিয়ে জাতীয় পতাকা অবমাননার দায়ে আওয়ামীলীগনেতা ডাঃ আবু রাইহান শাহীনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে তার উপজেলার চৌমুহনী বাজারস্থ নিজের ব্যবসা প্রতিষ্ঠান সরদার ফার্মেসীতে লাল বৃত্তের মধ্যে পাকিস্তানী পতাকার আদলে চাঁদ-তাঁরা খচিত পতাকা উত্তোলন করেন। যা রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে স্থানীয় জনৈক আওয়ামীলীগনেতা নামায় বলে জানা যায়। বিষয়টি নিয়ে আওয়ামীলীগসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হলে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ ব্যাপারে জরুরী সভা আহবান করে। ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক আলহাজ¦ মুনছুর আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইউনিয়ন আওয়ামীলীগনেতা ডাঃ আবু রাইহান শাহীনকে বহিস্কারের দাবি ওঠে। রাত ৮টায় সভার সিদ্ধান্ত মোতাবেক বহিস্কার করা হয় বলে দলীয় সূত্রে জানা যায়। ডাঃ শাহীন ইতোপূর্বে জামায়াতে ইসলামী সংগঠণের সাথে জড়িত ছিল। নিজের স্বার্থের জন্য দল ত্যাগ করে আওয়ামীলীগে যোগদান করে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য হন। এ ব্যাপারে উক্ত বাজার কমিটির সভাপতি মোঃ আতিয়ার রহমান বলেন, বিষয়টি সত্য। আমি সহ বাজারের ব্যবসায়ীরা পতাকাটি দেখেছি। ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক আলহাজ¦ মুনছুর আলী গাজী বলেন, নিঃসন্দেহে সে রাষ্ট্রবিরোধী কাজ করেছে। এ জন্য তাকে দলের প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিস্কার করা হয়েছে। পতাকা টানানোর বিষয়টি সম্পর্কে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, আমি শুনেছি, তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে ডাঃ মোহাঃ আবু রাইহান শাহীনের সাথে ০১৯১৫-২০২৬৩৫ নং মোবাইলে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here