পাইকগাছায় জাতীয় পতাকা অবমাননার ঘটনায় আ’লীগ নেতা শাহিনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার৩ দিনের রিমান্ড আবেদন

0
248

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
অবশেষে পাকিস্তানি আদলে চাঁদ-তাঁরা খচিত জাতীয় পতাকা উত্তোলনকারী পাইকগাছার আ’লীগনেতা শাহিনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৩ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়,এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের আবু রাইহান শাহীন উপজেলার চৌমুহনী বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদ-তাঁরা খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন। সারা দিন থাকার পর রাত ১২টার দিকে মুক্তিযোদ্ধাদের চাপের মুখে পতাকাটি নামাতে বাধ্য হন। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য। এ ঘটনায় ১৯ ডিসেম্বর চাঁদখালী ইউনিয়ন আ’লীগ দল থেকে বহিস্কারের ঘোষণা দেন। স্থানীয়রা জানান,২০১০ সালে তিনি আওয়ামীলীগে যোগদান করেন। এক পর্যায়ে বিজয় দিবসে পাকিস্তানের আদলে জাতীয় পতাকা তৈরী করে উত্তোলনের ঘটনায় পুলিশ বাদী হয়ে আদালতের অনুমতি সাপেক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পাইকগাছা থানায় শাহিনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পাইকগাছা থানার ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন জানান, শাহিনকে রাষ্ট্রদ্রোহ মামলায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী এলাকা থেকে গ্রেফতার করে শনিবার ৩ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here