পাইকগাছায় চিহ্নিত মাদক ব্যবসায়ী দেবু মাদকদ্রব্যসহ আটক

0
244

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
অবশেষে পাইকগাছার কপিলমুনির চিহ্নিত মাদক ব্যবসায়ী দেব কুমার দাশ ওরফে দেবু (৩৭)কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে উপজেলার কপিলমুনির দঃ সলুয়ার মৃত অমূল্য কৃষ্ণ দাশের ছেলে। সোমবার সন্ধ্যায় খুলনা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে মামুদকাটির সিএসএস’র মোড় থেকে তাকে গ্রেফতার করে। ঘটনায় তার বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি মাদক মামলা হয়েছে।
এলাকাবাসী জানায়,দেব কুমার দাশ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবী। সে বিভিন্ন সময় বিভিন্ন নেতার পরিচয় দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে তার মূল মাদক ব্যবসা পরিচালনা করে। স্থানীয় কতিপয় জনপ্রতিনিধির ছদ্মাবরণে থাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। এর আগেও আইন শৃঙ্খলা বাহীনির সদস্যদের হাতে সে একাধিকবার আটক হলেও ছাড়া পেয়ে পুনরায় তার মূল ব্যবসা চালিয়ে যায়। তার ব্যবসার মূল পৃষ্টপোষক হিসেবে রয়েছে তার দাদা সুব্রত দাশ। তার সকল বিপদে-আপদে সেই তাকে সহযোগীতা করে থাকে। এদিকে সে ডিবি পুলিশের হাতে মাদক দ্রব্যসহ আটকের পর তাৎক্ষণিক একটি মহল তাকে ছাড়িয়ে নিতে ব্যাপক দৌড়-ঝাঁপ ও তদ্বির শুরু করে। সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স ঘোষণা করলেও দেবু প্রকাশ্যে চালু রাখে তার ব্যবসা। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর মনেও নানা প্রশ্নের উদ্ব্রেক হয়। কি এমন যাদু জানে ঐ দেবু? কোন অদৃশ্য ক্ষমতা বলে সে মাদকের এমন জরুরী পরিস্থিতিতে তার ব্যবসা চালু রাখে? এমন নানা প্রশ্নের মুখে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করায় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে প্রশাসনকে। সর্বশেষ এব্যাপারে তার বিরুদ্ধে পাইকগাছা থানায় ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল এর ৭ (ক) ধারায় একটি মামলা হয়েছে। যার নং-৩৩, তারিখ-১৭/০৭/১৮।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here