পাইকগাছায় চিংড়ি ঘেরের জায়গা-জমি নিয়ে দু’পক্ষের একাধিক মামলা

0
443

আমিনুল ইসলাম বজলু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় চিংড়ি ঘেরের জায়গা-জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। এ নিয়ে উভয়ের মধ্যে একাধিক মামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ শফিকুল গংরা তাদের ভোগ দখলে থাকা সম্পত্তি প্রতিপক্ষরা জোরপূর্বক জবর দখলের হুমকি প্রদান করায় প্রতিপক্ষদের বিরুদ্ধে নির্বাহী আদালতে মামলা ও থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পৌর সদরের সরল গ্রামের শেখ আব্দুল হাকিমের বয়রা মৌজায় এস,এ ১৮, ১৮/১ খতিয়ানে বিভিন্ন দাগে মোট ৪.১২ একর জমির মধ্যে ২.২৭ একর সম্পত্তি ভোগ দখল করে আসছেন। উক্ত নালিশী সম্পত্তি ঘোষাল গ্রামের শওকত গাজীর ছেলে মামুন গাজী গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়ের মধ্যে একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ জবর দখলের আশংকায় ২৮ জানুয়ারি আব্দুল হাকিমের স্ত্রী লতিফা খাতুন মঞ্জুয়ারা খাতুন সহ ১১জনকে বিবাদী করে পাইকগাছা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এম.আর ২১/১৯ নং ১৪৪ ধারায় মামলা করেন। মামলায় বিজ্ঞ আদালত স্থিতিবস্থা বজায় রাখার জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। পরে থানার এএসআই আব্দুল কাদের নালিশী সম্পত্তিতে শান্তিশৃংখলা বজায় রাখার জন্য উভয়পক্ষকে নোটিশ প্রদান করেন। এদিকে, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষরা নালিশী সম্পত্তিতে প্রবেশ করে ঘেরের ঘেরে থাকা হাকিমের জামাতা যুবলীগনেতা শফিকুল ইসলামকে ঘেরের সামনে বেড়া তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করে। এ ঘটনায় পরের দিন বৃহস্পতিবার শফিকুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ ঘোষাল গ্রামের সাইদুর গাজী, মামুন গাজী, সাকাত গাজী সহ ৬জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here