পাইকগাছায় চাকুরি জাতীয়করণের দাবিতে সিএইচসিপি কর্মচারীদের ৩দিনের অবস্থান কর্মসূচী শুরু

0
233

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি কর্মচারীরা চাকুরি জাতীয়করণের দাবিতে ৩ দিনের অবস্থান কর্মসূচী শুরু করা সহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি প্রদান করেছেন। কমিউনিটি হেল্থ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় কর্মচারীরা শনিবার সকাল ৯টার সময় উপজেলা স্বাস্থ্য কমপেক্সের সামনে অবস্থান নিয়ে ৩ দিনের কর্মসূচী শুরু করেন। আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে। এছাড়া এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি প্রদান করা হয়। কর্মসূচী পালন কালে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক অনুপম বিশ্বাস, উপজেলা সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক আকবর হোসেন, মিলন কুমার সরকার, আনতারা হুমাইদা, শেখ হাসানুজ্জামান, সঞ্জয় দাশ, সুজন কুমার দে, মিল্টন মন্ডল, মারুফা খাতুন, শেখ রাসেল, শিবানী মন্ডল, অমিতা মহলদার, আমানউলাহ, সেলিনা আক্তার, উষা রানী, তারক মন্ডল, ইমন হাসান, কেএম সাইফুলাহ, ছন্দা দাশ, অযোধ্যা সানা, বেবী নাজমীন, লিপিকা মন্ডল, শরিফুল ইসলাম, রাজিয়া সুলতানা, ফিরোজা আক্তার, স্বপ্না ঘোষ, সালাম গাজী, আবুল কালাম আজাদ, শামছুন্নাহার, পূর্ণিমা মন্ডল, জাহাঙ্গীর আলম, মমতাজ বেগম, গণপতি মন্ডল ও আজহারুল ইসলাম।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here